ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কাছাকাছি পৌঁছেছে ইতালি: মেলোনি
ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তির পর ইতালি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সোমবার (১৩ অক্টোবর) মিশরে শার্ম আল-শেখ শান্তি সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের মেলোনি বলেন, ‘স্পষ্টতই, যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হয়, তাহলে ইতালির ফিলিস্তিনকে স্বীকৃতি অবশ্যই আরও কাছাকাছি হবে।’
তিনি জোর দিয়ে বলেন, ইতালি গাজার জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করার লক্ষ্যে এগোচ্ছে। ইতালি গাজাকে স্থিতিশীল করতে সহায়তা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে জাতিসংঘের প্রস্তাবের প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করাও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, ‘ইতালি তার ভূমিকা পালন করতে প্রস্তুত। এটি একটি দুর্দান্ত সুযোগ। এটি একটি ঐতিহাসিক দিন। আমি গর্বিত যে ইতালি এখানে আছে।’ মেলোনি যুদ্ধবিরতি চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য “একটি দুর্দান্ত সাফল্য” হিসাবেও বর্ণনা করেছেন। মেলোনি বলেন, ‘আমরা তার আরও (সাফল্য) কামনা করি।’
এর আগে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজায় যুদ্ধবিরতি, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে সমস্ত ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং সমগ্র গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে ধীরে ধীরে প্রত্যাহারের জন্য তার পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হয়েছে। চুক্তির প্রথম পর্যায় কার্যকর হয় গেল শুক্রবার।
সোমবারের শুরুতে, হামাস গাজা উপত্যকায় আটক ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়ার পর ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও মুক্তি শুরু হয়। পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে গাজায় একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, একটি বহুজাতিক বাহিনী গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকায় ৬৭, হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দীর্ঘ ও ভয়াবহ হামলা গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে।
সূত্র:আনাদোলু
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
