১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিমকার্ড

১৩ অক্টোবর ২০২৫, ৮:৪৭:৪৩

প্রত্যেক গ্রাহক নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরে সর্বোচ্চ ১০টি সিমকার্ড রাখতে পারবেন। নির্ধারিত সীমার বেশি সিমকার্ড ব্যবহারকারীদের অতিরিক্ত সিমগুলো ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, নিজ নামে নিবন্ধিত সিমকার্ডগুলো যাচাই করে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।