এনসিপির মধ্যে কিংস পার্টির আচরণ ঢুকে গেছে: ইশরাক হোসেন

১৩ অক্টোবর ২০২৫, ১২:৩২:৫৫

এবার বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি এনসিপির নেতৃত্বে থাকা ব্যক্তিদের ভক্ত ছিলেন। ভেবেছিলেন দলটি বিপ্লবী ভূমিকা রাখবে, কিন্তু এখন ক্ষমতার অংশীদার হয়ে ‘কিংস পার্টির’ মতো আচরণ তাদের মধ্যেও প্রবেশ করেছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর গোপীবাগে সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতোয়ালি ও গেন্ডারিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া।

ইশরাক হোসেন বলেন, “৫ আগস্টের পর দলের কয়েকজন বিপথগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার কিংবা বাসস্ট্যান্ড দখলের জন্য নয়—আমরা লড়েছি মুক্তির জন্য।”

তিনি আরও বলেন, “আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডারবাজি ও বদলি বাণিজ্য করত, এখন এনসিপির একটি অংশও সেই পথে হাঁটছে। আশা করি, যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের বাদ দিয়ে এনসিপি সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবে।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।