ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: শহিদুল আলম

১১ অক্টোবর ২০২৫, ১০:৫৯:০৮

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান।

দেশে ফিরে শহিদুল আলম বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। কিন্তু গাজার মানুষ এখনো মুক্ত হয়নি, তাদের ওপর এখনও নির্যাতন চলছে। তাই আমাদের কাজ শেষ হয়নি। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

তিনি আরও বলেন, সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা যেভাবে সহায়তা ও দোয়া করেছেন, বাংলাদেশ ও তুরস্ক সরকারের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সাহায্য দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা প্রয়োজন, যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয়।

শহিদুল আলম ফিলিস্তিনের জন্য শুরু হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। গত বুধবার ইসরায়েলি সেনারা তাদের নৌবহরে আক্রমণ করে আটক করে। পরে শহিদুল আলমকে তুরস্কের মাধ্যমে দেশে ফিরানো হয়।

বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে আসছিল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।