এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড পেলেন ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাফায়াত হোসেন
পরিবেশ সুরক্ষায় সবুজায়ন, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড পেলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন কে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড তুলে দেন।
পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করায় এবং পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশেষ অবদান রাখায় মোঃ শাফায়াত হোসেন কে এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বক্তব্যে বলেন, ‘এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড বিজয়ীদের আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের জন্য তাদেরকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিবেশের সুস্থতা রক্ষার দায়িত্ব আমাদের সবার। এজন্য পরিবেশ সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।’
এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড বিজয়ী মোঃ শাফায়াত হোসেন বলেন, ‘এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এশিয়ান গ্রীন অ্যাওয়ার্ড আমাকে আরও অনুপ্রাণিত করেছে, আগামীতে আরও বৃহৎ পরিসরে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার জন্য।’
উল্লেখ্য, মোঃ শাফায়াত হোসেন জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক আয়োজন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিমাসে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনার, বৃক্ষরোপন ও প্লাস্টিক দূষন বিরোধী সচেতনতা কর্মসূচি, প্লাস্টিক বর্জ্য নদীতে না ফেলার আহবান জানিয়ে নৌযানে/লঞ্চে সচেতনতামূলক কর্মসূচি, পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের সাথে সচেতনতামূলক কার্যক্রম সহ পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
