উখিয়া সীমান্তের ওপারে রাতভর গোলাগুলি, এপারে যুবক গুলিবিদ্ধ
এবার কক্সবাজারের উখিয়া রহমতবিল সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক মিয়ানমায় থেকে আসা গুলিতে আহত হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত পালংখালী সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়। এদিকে, ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ওপারের গুলি এপারে এসে পড়েছে। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, গুলির শব্দের ঘটনায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
