কাবুলে গভীর রাতে একাধিক বিস্ফোরণ

১০ অক্টোবর ২০২৫, ৮:০০:০৬

এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) গভীর রাতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে আফগান কর্তৃপক্ষও। খবরআনাদোলু এজেন্সির। 

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে উদ্বেগের কিছু নেই, সবকিছু ঠিক আছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কাবুলের আবদুল হক স্কোয়ার এলাকায় এই বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল একটি ল্যান্ড ক্রুজার গাড়ি। বিস্ফোরণের পর ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকেডন এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুলে দু‘টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে ঘটে। ঘটনার পর শহরের বিভিন্ন সড়কে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে এবং বেশ কিছু এলাকায় মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে গেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।