খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত

৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই ফলের ঝুড়ি পৌঁছে দেয়া হয়। ফলের ঝুড়ি গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বেগম জিয়ার পক্ষে রাষ্ট্রদূতের পাঠানো মৌসুমি ফল গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।