সেপ্টেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ডলার

৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৩:৪৪

এবার চলতি সেপ্টেম্বর মাসের প্রথম তিন দিনে দেশে এসেছে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার করে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার, যা থেকে দেখা যাচ্ছে এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ।

এর মধ্যে শুধু গত ৩ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৭ দশমিক ৯০ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।