স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ একত্রিত করে প্রজ্ঞাপন জারি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ প্রজ্ঞাপনে সই করেছেন।

গেজেটে উল্লেখ করা হয়েছে, এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫ অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশোধন করেছেন।
এর ফলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘পাবলিক সিকিউরিটি ডিভিশন’ এবং ‘সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন’ নামে দুইটি উপশাখা একত্রিত হয়ে একক কাঠামোয় পরিবর্তিত হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
