নেপাল সফরে হামজাকে পাচ্ছেনা বাংলাদেশ

২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৩:৩২

এবার সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে বহুল প্রতীক্ষিত মিডফিল্ডার হামজা চৌধুরী থাকছেন না এ সফরে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে জাতীয় দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের জানান, শেষ ম্যাচে কিছুটা চোট পাওয়ায় এবং ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় হামজা নেপালে যোগ দিতে পারছেন না। তার এজেন্ট আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর জন্য বুধবারই রওনা দেবে তপু বর্মণরা। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় বাফুফে আনুষ্ঠানিকভাবে লেস্টার সিটিকে চিঠি পাঠিয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী ক্লাবগুলো উইন্ডো শুরুর ৪৮ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য হলেও, ভবিষ্যতের সম্পর্ক বিবেচনায় খানিকটা নমনীয় হয়েছে ফেডারেশন।

গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহামের বিপক্ষে ম্যাচে লেস্টারের হয়ে প্রথম একাদশে নামেন হামজা। লেস্টারের ২-০ গোলের জয়ে ভূমিকা রাখলেও, প্রতিপক্ষ কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। যদিও লেস্টার বা ইংলিশ সংবাদমাধ্যম এখনো তার চোটের বিস্তারিত কিছু জানায়নি।

হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।