ইউজিসির হিট প্রকল্পের রিসার্চ ফান্ড অর্জন করেছে ইউআইইউ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্বব্যাংকের সহায়তায় ‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের আওতায় তিনটি ট্রান্সফরমেটিভ গবেষণা উদ্যোগের জন্য ১৩ কোটি টাকার তহবিল অর্জন করেছে। এই প্রকল্পগুলির লক্ষ্য উদ্ভাবনী গবেষণা এবং অত্যাধুনিক সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং দুর্যোগ স্থিতিস্থাপকতার ক্ষেত্রে জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করা।
ইউআইইউ’র প্রথম প্রকল্পটি হলো স্মার্টএএমআর, অর্থাৎ AI চালিত বুদ্ধিমত্তার সাথে ডিজিটাল স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়া। প্রকল্পটির নেতৃত্বে আছে ইউআইইউ ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রধান ড. তাহমিনা ফয়েজ এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. ওহিদুজ্জামান তুহিন। চিকিৎসা উন্নত করা, প্রেসক্রিপশনের ত্রুটি হ্রাস করা এবং বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলা করাই উক্ত প্রকল্পের লক্ষ্য।
দ্বিতীয় প্রকল্পটির নাম এআইএমস্ক্রাইব, অর্থাৎ প্রেসক্রিপশন কাউন্সেলিং টুলস সহ AI চালিত স্ক্রাইবিং সিস্টেম। প্রকল্পটির নেতৃত্ব আছেন ইউআইইউ সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল হুদা এবং ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. খালেদ মাসুকুর রহমান। প্রকল্পটির লক্ষ্য AI ভিত্তিক ক্লিনিকাল ডকুমেন্টেশন ও প্রেসক্রিপশন সহজতর এবং রোগীদের ক্ষমতায়ন করা।
তৃতীয় প্রকল্পটি হলো- উভগামী দুর্যোগ প্রতিরোধী বাড়ির জন্য একটি মডুলার সিস্টেম তৈরি। প্রকল্পটির নেতৃত্ব আছেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম এবং সহযোগী ছিলেন প্রভাষক জনাব নাজমুস সাকিব পল্লব। বন্যাপ্রবণ এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য বাঁশের ফেরোসমেন্ট প্যানেল ব্যবহার করে টেকসই, দুর্যোগ-প্রতিরোধী আবাসন নকশা এবং নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি কাজ করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, ইউজিসি’র হিট প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা। ইউআইইউ’র কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো: আব্দুল মোকাদ্দেম এবং আইরিক ও এমএসসিএসই প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. খন্দকার এ. মামুন উপস্থিত ছিলেন।
ইউআইইউ, এই প্রকল্পগুলির AI চালিত গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রকল্পগুলি বর্তমান সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং প্রযুক্তি-চালিত উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউআইইউ’র ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন এন্ড কমার্শিলাইজেশন (আইরিক) গবেষণা ও উন্নয়নকে সহজতর করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।