খেলার মাঠে ডিম পেড়েছে প্লোভার পাখি, ১ মাসের জন্য খেলা নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ক্যানবেরার কাছে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের একটি ফুটবল মাঠ ১ মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মাঠের ঠিক মাঝখানে সংরক্ষিত প্রজাতির প্লোভার (Masked Lapwing) পাখি ডিম দিয়েছে, যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় কাউন্সিল জানিয়েছে, পাখিটি ডিম দেয়ার পর অত্যন্ত রক্ষণশীল ও আক্রমণাত্মক আচরণ করে। ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার কারণে খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে মাঠ বন্ধ রাখা প্রয়োজন।
ফুটবল ম্যাচ ও অনুশীলনগুলো সংলগ্ন মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বন্যপ্রাণী সংস্থা Wildcare-এর পরামর্শ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ক্লাবগুলোকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
মাঠ বন্ধ রাখার মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ পরিবেশ ও বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে চাচ্ছে। খেলোয়াড়রা এই অস্বাভাবিক পরিস্থিতি মেনে নিয়ে অন্য মাঠে খেলার জন্য প্রস্তুত রয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।