নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

৩১ আগস্ট ২০২৫, ১১:৩৭:১৭

নেত্রোকোনা জেলার মৌগাতিতে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে রবিবার সকাল। সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে, যা দ্রুত এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পুলিশ সেখানে অতিরিক্ত টহল দিচ্ছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

উপজেলা পুলিশ কর্মকর্তা জানান, “নির্দিষ্ট পূর্ব বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।