ছাত্রদল কখনো চাঁদাবাজি করে না: ইবি ছাত্রদলের আহ্বায়ক

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, ছাত্রদল কখনো হল দখল, টেন্ডারবাজি বা চাঁদাবাজি করে না। আমাদের শিক্ষকরা আমাদের নৈতিকতা শেখায়। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ধৈর্যের প্রতীক। তার কাছ থেকে আমাদের ধৈর্য শেখা উচিত।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডরে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এ স্মরণসভার করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। অনুষ্ঠান শেষে শহিদদের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এসময় তিনি আরো বলেন, ‘ বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপির কাণ্ডারি তারেক রহমান আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামিয়েছিলেন। আমরা সেই আন্দোলনে সফল হয়েছি। দেশ থেকে ফ্যাসিবাদকে নামাতে পেরেছি। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। আমরা এখন একটা সুন্দর নির্বাচন চাই। জুলাই-আগস্টের যে-সকল ভাই বোন শহিদ হয়েছেন তাদের স্মরণে রাখতে আমাদের এই স্মরণ সভা। তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউট্যাবের ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান ও জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান। এছাড়া শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, রোকন উদ্দিন, সদস্য- রাফিজ আহম্মেদ ও নুর উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের যে জগদ্দল পাথর আমাদের ওপর ছিল সেটা সরিয়েছে আমাদের ছাত্র সমাজ। আন্দোলনের শহিদদের কারণে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। আন্দোলনের মুখে আওয়ামীলীগ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা তার নেতাকর্মীদের কথা চিন্তা করেনি। এটাই হচ্ছে আওয়ামীলীগের কাজ। শেখ মুজিবও একই কাজ করেছিলেন। কিন্তু বিএনপি এমন রাজনীতি করে না। বরং বিএনপি প্রতিটি ছাত্রদলের কর্মীকে নিজেদের সন্তান মনে করে। বিএনপি কৃতিত্ব ভাগাভাগি করে নিতে চায়। এটাই বিএনপির বড় আদর্শ।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।