‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে, উনাকে আমি ছাড়ব না’

৩১ আগস্ট ২০২৫, ১২:১০:৩৪

এক ব্যক্তিকে জাপটে ধরে আহত জুলাইযোদ্ধা ইয়াসিন বলেন, ‘উনিই আমার পায়ে ৪ আগস্ট গুলি করেছে। উনাকে আমি ছাড়ব না।’ পাশে থাকা পুলিশকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনারা উনাকে গ্রেপ্তার করেন।’ রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির অফিসের সামনে শনিবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে।

এরপর সাংবাদিকদের কাছে ইয়াসিন নিজের পরিচয় দিয়ে বলেন, ‘আমি ৪ আগস্ট বাংলামোটরে গুলি খেয়েছি। এই লোকই আমাকে গুলি করেছে। আমি উনাকে চিনতে পেরেছি।’

এ সময় তিনি তার পায়ের গুলির দাগ সবাইকে দেখান।

উপস্থিত লোকজন তাকে সরতে বললেও ইয়াসিন দৃঢ়ভাবে বলেন, ‘আমি নুরের লোক নই, আমি বিএনপির কর্মী। এখানে এসে আমি তাকে চিনতে পেরেছি।’

ইয়াসিন আরও বলেন, ‘আমার বাড়ি সুনামগঞ্জ। আমি সুস্থ মানুষ। তাকে আমি স্পষ্ট চিনতে পেরেছি। উনি লম্বা মানুষ। কোমর থেকে বন্দুক বের করে আমাকে গুলি করেছিলেন।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।