ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী টাইফুন ‘কাজিকি’

২৬ আগস্ট ২০২৫, ৯:৫৫:০১

এবার চলতি বছর মেঘ ভাঙন, ঘূর্ণঝড় ও বৃষ্টিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এবার পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বছরের অন্যতম শক্তিশালী টাইফুন ‘কাজিকি’।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে দেশটির ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঝড়টি ইতোমধ্যেই ১৬৬ কিমি/ঘণ্টা (১০৩ মাইল) বেগে বইছে এবং স্থলভাগে আঘাত হানার আগে এটি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

থান হোয়া, কোয়াং ট্রাই, হিউ এবং দা নাংয়ের কেন্দ্রীয় প্রদেশের মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে ফ্লাইট এবং নৌকা ও ছোট জাহাজগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

চীনের হাইনান অতিক্রম করে ঝড়টি এগিয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ৩২০ মিমি (১২.৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, টাইফুন কাজিকি ভিয়েতনামের অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে দুর্বল হয়ে পড়বে, তবে শুরুর দিকে ২০০ কিমি/ঘণ্টা বেগে বাতাস বইবে এবং ৩০০-৪০০ মিমি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে ২-৪ মিটার (৬.৬-১৩ ফুট) উচ্চতার ঝড়ো হাওয়ার।

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি সংবাদ সংস্থা জানায়, ‘পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। পর্যটন, মাছ ধরার জাহাজ কোনোকিছুই এখন নিরাপদ নয়।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, ঝড়টি গত বছরের সেপ্টেম্বরে ইয়াগির মতোই ধ্বংসাত্মক হতে পারে। ইয়াগির টাইফুনে অঞ্চলটিতে শত শত লোকের মৃত্যু হয়, যার মধ্যে কেবল ভিয়েতনামেই মারা যায় ৩০০ জন মানুষ।

সূত্র: বিবিসি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।