জয় পেল না মেসিবিহীন ইন্টার মায়ামি

২৪ আগস্ট ২০২৫, ১০:৫১:৩৪

ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে ১-১ গোলের ড্রয়ে থেমেছে ইন্টার মায়ামি। রোববার (২৪ আগস্ট) সকালে অনুষ্ঠিত মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে ১৩তম মিনিটে জ্যাকসন হপকিন্স গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে ৬৪তম মিনিটে দুর্দান্ত এক শটে বালতাসার রদ্রিগেস গোল করে মায়ামিকে সমতায় ফেরান।

টানা তৃতীয় জয়ের খোঁজে নামা মায়ামি এর আগে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএলকে হারিয়েছিল। অন্যদিকে, ডিসি ইউনাইটেডের জয়শূন্য ধারা বেড়ে দাঁড়াল টানা ১১ ম্যাচে।

নতুন কোচ রেনে ভাইলারের অধীনে ডিসি ইউনাইটেডের এটি ছিল প্রথম হোম ম্যাচ, যেখানে দ্বিতীয়বারের মতো ড্র করল তারা। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না দলের শীর্ষ গোলদাতা ক্রিশ্চিয়ান বেনটেকে।

ব্যস্ত সূচির কারণে পরিবর্তিত একাদশ নিয়ে নামে মায়ামি। মেসির পাশাপাশি বিশ্রামে ছিলেন জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ। তবে পরবর্তীতে বদলি হয়ে মাঠে নেমে বুসকেটস ও সুয়ারেজ দলের খেলার নিয়ন্ত্রণ নেন।

পুরো ম্যাচে মায়ামি বল দখলে রাখে ৬৫ শতাংশের বেশি এবং করে ১১টি ক্রস, যেখানে ডিসি ইউনাইটেড করতে পারে মাত্র একটি।

ওয়াশিংটনের সমর্থকরা টানা দ্বিতীয় বছর মেসিকে মাঠে দেখতে পেলেন না। এ মৌসুমে এখন পর্যন্ত এমএলএস-এ সর্বোচ্চ গোলদাতা মেসি ১৯ ম্যাচে করেছেন ১৯ গোল।

মেসি না খেলা ছয় ম্যাচে মায়ামির ফল ২ জয়, ২ ড্র, ২ হার। অন্যদিকে, রদ্রিগেসের গোলটি ছিল তার মায়ামির হয়ে প্রথম, যিনি আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ঋণ চুক্তিতে যোগ দিয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।