জনতা ব্যাংক স্টাফ কলেজে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
১৮ আগস্ট ২০২৫, ১১:৩৫:৩৩
সোমবার (১৮ আগস্ট) জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ১০/২৫) শীর্ষক ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান।
প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম ও স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ।
প্রশিক্ষণটির মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যাংকিং, প্রশাসন ও প্রফেশনাল স্কিল উন্নয়নে সহায়তা করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
