ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে নবীন বরণ

১২ আগস্ট ২০২৫, ১২:৩৯:৪২

ইবি প্রতিনিধি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনে বিভাগীয় কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তৌহিদুল আনাম। উপস্থিত ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক সাহিদা আখতার, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল করিম খান ও বিভাগের উপ-রেজিস্ট্রার এনামুল হক সহ শতাধিক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতেই বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের অ্যাকাডেমিক কারিকুলাম ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এরপর নবীন শিক্ষার্থীরা তাঁদের ভর্তি যাত্রা ও বিভাগে চান্স পাওয়ার অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেয বিভাগের শিক্ষকরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সাহিদা আখতার নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে তুমি জীবনের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারো আবার জীবন ধ্বংস করার সমস্ত উপকরণ এ জায়গায় রয়েছে। ভর্তি পরীক্ষার দীর্ঘ যাত্রার পর বিশ্ববিদ্যালয় জীবনে পর্দাপণ করেছো। তোমাদের কাছে পরিবারের অনেক প্রত্যাশা। মূলত শিক্ষার চূড়ান্ত লক্ষ্য জীবিকা উপার্জন নয় বরং জীবনগড়া এবং ভালো মানুষ হওয়া।

সমাপনী বক্তব্যে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আমাদের বিভাগে বিভিন্ন সীমাবদ্ধতা আছে। কিন্তু তার মাঝেও কোনো সেশন জট নেই। এই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। আমি বিশ্বাস করি তোমরা সবাই সৎ, যোগ্য ও পরিশ্রমী হবা। কর্মজীবনে তোমরাও তোমাদের দক্ষতার পরিচয় দিবে। কখনো হেরে যাওয়া যাবে না। আমরা সবাই মিলে এই পরিবারকে সামনে এগিয়ে নিবো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।