কক্সবাজার ছেড়েছেন এনিসিপির শীর্ষ ৫ নেতা
এবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরে যাওয়া এনসিপির শীর্ষ পাঁচ নেতা অবশেষে ঢাকায় ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার পর তারা কক্সবাজার ত্যাগ করেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
কক্সবাজার এনসিপির অন্যতম সংগঠক খালিদ বিন ওয়ালিদ জানান, রাতে ১২টার দিকেই তারা চলে গেছেন। সড়ক পথেই ফিরেছেন চার শীর্ষ নেতা। আর বৃহস্পতিবার সকালেই সস্ত্রীক কক্সবাজার ছাড়েন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
হোটেল প্রাসাদ প্যারাডাইজের ব্যবস্থাপক ইয়াকুব আলী বলেন, “রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িযোগে হোটেল ছাড়েন।”
জানা যায়, তারা দুপুর ১২টা পর্যন্ত হোটেল বুকিং রাখলেও সকালে দুজন সস্ত্রীক ঘুরতে বের হন এবং রাতে আর হোটেলে ফেরেননি। অন্য নেতারা হোটেলেই ছিলেন, পরে সবাই একসঙ্গে রাতেই চলে যান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই অনেকটা গোপনে কক্সবাজার ঘুরতে আসেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ এবং সারজিসের স্ত্রী আয়শা খানম।
তাদের আগমন ঘিরে গুঞ্জন ওঠে, উখিয়ার ইনানী এলাকায় অবস্থিত সি পার্ল হোটেলে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। তবে হোটেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা দাবি করেন, ওই সময়ে সেখানে কোনো বিদেশি নাগরিক অবস্থান করছিলেন না।
‘গোপন বৈঠকের’ গুঞ্জনের প্রেক্ষিতে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী গণমাধ্যমে দাবি করেন, তারা নিছক ঘুরতে এসেছেন, কোনো বৈঠকে অংশ নিতে নয়।
পরবর্তীতে বুধবার দুপুরে তারা হোটেল পরিবর্তন করে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে অবস্থান নেন।
তবে আন্দোলনের বার্ষিকীর দিন ঢাকায় না থেকে কক্সবাজার ভ্রমণে যাওয়ায় এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ওই পাঁচ নেতার কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
