বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক

৭ আগস্ট ২০২৫, ১০:২৫:১৩

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী হিসাব করলে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৫.৬ বিলিয়ন ডলার।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক বছরে ধাপে ধাপে রিজার্ভ বাড়তে শুরু করে। এক বছর আগে দেশের মোট রিজার্ভ ছিল ২৫.৮২ বিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ ছিল ২০.৩৯ বিলিয়ন ডলার। সে সময় ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছিল ১৪ বিলিয়ন ডলারের ঘরে।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পরিবর্তন, প্রবাসী আয় বৃদ্ধি এবং আমদানি খাতে নিয়ন্ত্রণ রিজার্ভ বাড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে। তবে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ হিসাব করার কারণে বাস্তব চিত্র অনুধাবন করা সহজ হচ্ছে বলে তারা মনে করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।