জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

৬ আগস্ট ২০২৫, ১০:১৬:১২

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিকে অবিলম্বে প্রস্তুতি শুরু করতে হবে।

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে জন্য ইসিকে চিঠি পাঠানো হবে। আজকের চিঠি তারই ধারাবাহিকতা।

চিঠিতে প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বিগত পনের বছরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত জনগণ যেন এবার মহা-আনন্দের ভোট উৎসবে অংশ নিতে পারে, সে জন্য নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সৌহার্দ্যপূর্ণ করতে হবে। পাশাপাশি যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সরকারের পক্ষ থেকে নির্বাচনের সব পর্যায়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।