‘বিএনপি ভুল পথে চলছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক’

সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক। তারা মনে করছে, নির্বাচনে আসলে তারা ভোট পাবে না। বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নগরীর উপশহর পয়েন্টে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ আফগানিস্তান নয়, তাই দুই একটি দেশের হুমকিতে কোন লাভ হবে না। আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে। অন্যদিকে বিএনপি হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের দেশ। বিশ্বের ৩৩ তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা এখন আত্মনির্ভশীল। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। পররাষ্ট্রমন্ত্রীর প্রচারণার সময় সিলেট আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন-ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।