ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উদ্বোধন করলেন তাহসান

ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন সম্প্রতি গ্রাভিটন সিরিজের নতুন সাত মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে। প্রাইভেট কার, মাইক্রো বাস, পিক-আপ ভ্যান ও সিএনজিচালিত অটো-রিকসায় ব্যবহার উপযোগী এই ব্যাটারিগুলো জাপানি স্ট্যান্ডার্ডে তৈরি এবং সিলড মেইনটেন্যান্স ফ্রি।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের ব্যাটারিগুলোর উদ্বোধন করেন সঙ্গীতশিল্পী তাহসান খান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি। অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ব্যাটারির ডিলার ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।
নতুন মডেলগুলো হলো গ্রাভিটন এন৫০জেড, গ্রাভিটন এন৫০জেডএল, গ্রাভিটন এনএস৪০জেডএল, গ্রাভিটন এনএস৬০এল, গ্রাভিটন এনএস৭০, গ্রাভিটন এএক্স১২০-৭ এবং গ্রাভিটন এনএক্স১২০-৭ এল। প্রিমিয়াম ক্যাটাগরির এই ব্যাটারিগুলোর দাম ৮ হাজার ৬৫০ টাকা থেকে ১৫ হাজার ৬০০ টাকার মধ্যে। সারা দেশে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর ও ডিলার শোরুমে এগুলো পাওয়া যাবে।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন এখন ‘মেড ইন বাংলাদেশ’ সাফল্যের প্রতীক। নিশাত তাসনিম শুচি জানান, দেশে গাড়ির ব্যাটারির বাৎসরিক চাহিদা প্রায় ৫ লাখ ইউনিট, যার বাজার ৩শ কোটি টাকার বেশি। এই চাহিদা পূরণে ওয়ালটন কয়েক বছর ধরে গবেষণা চালাচ্ছে।
ওয়ালটন মাইক্রো-টেকের সিইও-এর বিজনেস কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আসিফ এবং ওয়ালটন ব্যাটারির রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রধান প্রকৌশলী নাহিদ আল মাহমুদ ব্যাটারির উৎপাদন প্রক্রিয়া, বৈশিষ্ট্য, গুণগত মান ও প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা জানান, গ্রাভিটন ব্যাটারির মূল বৈশিষ্ট্য হলো এটি টেকসই, দীর্ঘস্থায়ী এবং যেকোনো আবহাওয়ায় এর পারফরম্যান্স অটুট থাকে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।