জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

৭ জুলাই ২০২৫, ১১:০০:২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (৬ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নিজের ফেসবুক পোস্টে তা জানান।

পোস্টে তিনি লেখেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমাদের পরিবার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তাঁর চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন—এটি আমাদের জন্য বড় সান্ত্বনা।’

তিনি আরও লেখেন, ‘হায়াত ও মাউত দুটোই আল্লাহ তা’য়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তা’য়ালা তাঁর এই বান্দির প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাঁকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন। সকলের কাছে সেই দোয়াই আমরা প্রত্যাশা করি।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।