জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির নেতা

৪ জুলাই ২০২৫, ৮:৫১:৩৫

চট্টগ্রামের সীতাকুণ্ড জেলার জাতীয় পার্টির নেতা ডা. দিদারুল আলম জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৪ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জামায়াতের প্রাথমিক সদস্যপদ পূরণের পর দিদারুল আলম বলেন, ‘আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড দেখে ভালো লাগায় আমি এখন জামায়াতে যোগদান করছি। যতদিন বেঁচে থাকব, ততদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব।’

দিদারুলের জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের বলেন, নিজ থেকেই জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন দিদারুল আলম। আজ সকালে দায়িত্বশীল সমাবেশে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তিনি।

এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির বলেন, দিদারুল আলম জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলা কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য তিনি। দিদারুলের জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার বিষয়টি তার জানা নেই।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।