ইসরায়েল ও তার মিত্রদের যে কোনো হামলা রুখতে প্রস্তুত ইরান: আরাগচি

৩ জুলাই ২০২৫, ১১:১১:২১

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল ও তার মিত্রদের যে কোনো হামলা রুখতে আমাদের আমর্ড বাহিনী প্রস্তুত রয়েছে। খবর ইরনা নিউজ

ইরানে ইসরায়েল ও মার্কিন হামলার পর পশ্চিম এশিয়ার উন্নয়নের বিষয়ে বুধবার (২ জুলাই) ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টোর সঙ্গে ফোনালাপকালে আরাগচি এ কথা বলেন।

আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নীতিমালা ও বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া এ হামলা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি আরও বলেন, এই সংঘাত ইসরায়েলি শাসনব্যবস্থার সমর্থকদের ভণ্ডামি আরও স্পষ্ট করে তুলেছে।

ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় কূটনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।

এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের নিন্দা পুনর্ব্যক্ত করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি, ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভেনেজুয়েলা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বারবার এই ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেন পুনরায় না ঘটে, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এছাড়া বন্ধু দেশ হিসেবে ভেনেজুয়েলা সব সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাশে থাকবে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।