নতুন হামলার হুমকি ইসরায়েলের, লক্ষ্যবস্তু যে দেশ

ইরানে যেভাবে হামলা চালানো হয়েছে, সেভাবেই আরেকটি দেশে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলার হুমকি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর আনাদুলু এজেন্সি
সামাজিক যেগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কাটজ বলেন, ‘ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানে সাপের মাথায় আঘাত হেনেছি। ইয়েমেনে (সাপের) বাকি দেহে আঘাত করা হবে।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে, সেই হাত কেটে ফেলা হবে।’
টানা ১২ দিন সংঘাতের পর গত ২৪ জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের। এরপরও গত ৯ দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছে ইসরায়েলের সেনাবাহিনী। সর্বশেষ গতকাল বুধবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সেই ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার পর এক্সে এই হুমকি দিয়েছেন কাটজ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।