৫০ হাজার মার্কিন সেনা ওয়াশিংটনে ফেরত যাবে ‘কফিনে’!

২৪ জুন ২০২৫, ১২:৫৪:৫৫

এবার ডোনাল্ড ট্রাম্প তেহরানে ‘শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা’ নিয়ে কথা বলার পর ইরানি একটি টেলিভিশনের উপস্থাপক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্তত ৫০ হাজার মার্কিন সেনাকে ‘কফিনে’ করে ওয়াশিংটনে ফেরত পাঠানো হবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং দ্য মিরর সোমবার (২৩ জুন) আলাদা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যদিও ইরানের কোনো গণমাধ্যমে এখনো এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন সেনাদেরকে ‘হত্যা’ নিয়ে দ্য মিররের প্রতিবেদনের শিরোনাম।

এতে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টিভির উপস্থাপক মেহেদী খানআলিজাদেহ ট্রাম্পকে মার্কিন সেনাদের ‘রক্ত ঝরানোর’ জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে দেশটির ৫০ হাজার সৈন্যের কফিন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।’

পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে এবং ইসরাইলের সাথে সংঘাতে তাদের প্রবেশ ‘বৈধ লক্ষ্যবস্তুর পরিধি প্রসারিত করবে’ বলে যখন সতর্ক করেছে ইরান, ঠিক তার পরপরই এমন হুঁশিয়ারির তথ্য প্রকাশ পেলো।

মার্কিন সেনাদেরকে ‘হত্যা’ নিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনের শিরোনাম। তবে মেহেদী খানআলিজাদেহ নামের ওই ইরানি উপস্থাপক সত্যিই এ ধরনের মন্তব্য করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।