অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

২৬ মে ২০২৫, ৫:৪৩:৩৪

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯০তম ও ৯১তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে। রোববার (২৫ মে) এবিটিআইয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ফাউন্ডেশন কোর্সে বিভিন্ন শাখার ৭১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।