বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: আব্দুস সালাম

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে এ দেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, বিএনপি যদি ক্ষমতার রাজনীতি করতো, তাহলে ৫ আগস্টের পর জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারতো। বিএনপি আগামীতে দেশের মানুষের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এজন্য নির্বাচনের বাইরে কিছু নেই। আর রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি অনেক আগেই ৩১ দফা দিয়েছেন। আমরা জনগণের সরকার এদেশে প্রতিষ্ঠা করব। জনগণই বিএনপির শক্তি।
তিনি বলেন, কাউয়া কাদের পালাইছে? আওয়ামী লীগ হলো চোরের দল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ধানের শীষ যার আমাদের তার হয়েই কাজ করতে হবে। বিএনপির জন্ম হয়েছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।