ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম সাউথ জোন, চট্টগ্রাম নর্থ জোন, খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখার বিজনেস রিভিউ মিটিং ১১ এপ্রিল ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর চট্টগ্রাম রিজিওনাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি.এম. মোহাঃ গিয়াস উদ্দিন কাদের ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নোমান মোঃ সিদ্দিকুর রহমান।
চট্টগ্রাম নর্থ জোনপ্রধান এম. জুবায়ের আজম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সাউথ জোনপ্রধান আবদুল নাসেরসহ ২টি কর্পোরেট শাখা ও জোনদ্বয়ের অধীন শাখাসমূহের ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।