থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ. লীগ নেত্রী আটক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬:৩২
এবার নাটোরের বড়াইগ্রাম থানার মুল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও করার অভিযোগে আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
এদিকে বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মাহাবুবুর রহমান জানান, থানার কমপাউন্ডের ভিতর মুল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও বানান বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শিউলি বোগম।
পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
