আমার পরিবারের ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন: পিনাকী
![](https://sangbadbela.com/wp-content/uploads/2024/10/pinaki.jpg)
এবার অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে একটি পোস্ট দিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের ওই পোস্টে দেশবাসীর উদ্দেশে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, বাকশালীরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের ওপরে চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটা অরাজক অবস্থা সৃষ্টির পাঁয়তারা করেছে।
আমার পরিবার আমার প্রিয়, কিন্তু দেশের মানুষ প্রিয়তর। আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন। আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালিদের সাথে ডিল করব। শান্ত থাকবেন আর আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন। ইনকিলাব জিন্দাবাদ।
এরপর অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে ওয়েবসাইটের প্রাথমিক কাজের স্ক্রিনশট দেওয়ায় অনেকে বলছেন, কিছু ফ্যাসিবাদবিরোধীরও নাম এসেছে। এমনকি আজিজুল হক কলেজের একজনের নাম এসেছে!’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।