একাডেমিক কার্যক্রম স্থগিত করে “লং মার্চ টু ইউজিসি” ঘোষণা মেরিটাইম ইউনিভার্সিটি শিক্ষার্থীদের
মোঃ রাহাদ আলী সরকার-মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি: বাংলাদেশের মেরিটাইম বিষয়ক একমাত্র ও ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির।প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠলেও এখনও অনেক বিষয়ে শিক্ষার্থীদের সাথে দুরত্ব রয়ে গেছে।
বর্তমানে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি সেমিস্টার বাবদ বিভাগ ভেদে ১২-১৫ হাজার টাকা গুণতে হচ্ছে।যা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ২-৩ গুণ বেশি।
এরই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশের অংশ হিসেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য আন্দোলন করে আসছিলো।যার মধ্যে অন্যতম দাবি ছিলো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে সেমিস্টার ফি কমানো,বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা।
কিন্তু প্রশাসনের বারবার আশ্বাসেও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় এবার লং মার্চ টু ইউজিসি ঘোষণা করেছে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।এক ব্রিফিং এ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় বারবার প্রশাসনের সাথে বৈঠক করেও ইতিবাচক কোন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।এজন্য আমরা সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে “লং মার্চ টু ইউজিসি” ঘোষণা করেছি।আগামীকাল বেলা ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তারা।
উল্লেখ্য যে,সবশেষ ১৫ই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন কার্যক্রম স্থগিত করে।পরে অনেক বার বৈঠক করেও সমাধান না আসায় এ আন্দোলন ঘোষণা করলো শিক্ষার্থীরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
