বার্জার পেইন্টসের সিওও মহসিন হাবিব চৌধুরী বিপিএমএ’র নতুন সভাপতি

২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬:২৯

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর, মহসিন হাবিব চৌধুরী পেইন্ট উৎপাদনকারীদের সংগঠন-বিপিএমএ’র ২০২৪-২৫ কার্যকালের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিপিএমএ’র ৪৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নবনির্বাচিত এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের উপস্থিতি এ সিদ্ধান্তের ঘোষণা করা হয়।

নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর, মো. মহসিন হাবিব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইম্পেরিয়াল পেইন্টসের চেয়ারম্যান ডা. নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নিপ্পন পেন্টসের হেড অব প্ল্যান্ট অপারেশন অরুণ মিত্র দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সহায়তার জন্য চার সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন: বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী; এলিট পেইন্টসের ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ; দ্য ব্রিটিশ পেইন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি.বি. সাহা রায় এবং পাইলাক কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক শফিক উল্লাহ খান।

এজিএম চলাকালীন, ব্যতিক্রমী অবদান এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক স্থাপন করায় বিদায়ী কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি তাদের এই উৎসর্গ ভবিষ্যতের কমিটির জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে যা কমিটির সাফল্য অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করা হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।