কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে যৌথবাহিনী

১৯ ডিসেম্বর ২০২৪, ৫:০৫:১৫

ঢাকার কেরানীগঞ্জের চুনকটিয়ায় রুপালী ব্যাংকের শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করেছে ডাকাতরা। ঘটনার খবর পেয়ে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকা ঘিরে রেখেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ব্যাংকে প্রবেশ করে ডাকাতরা। পরে ব্যাংকের কর্মকর্তাদের অস্ত্রে মুখে জিম্মি করে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস ঢাকাটাইমসকে বলেন, খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকা ঘিরে রেখেছে। হ্যান্ডমাইকে ডাকাতদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, ভিতরে একাধিক কর্মকর্তাকে জিম্মি রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্তকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, যাতে ভেতরে কেউ হতাহত না হন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।