বর্ণাঢ্য আয়োজনে ইবিতে আন্তজার্তিক আরবী ভাষা দিবস উদযাপন

১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৭:২৩

মানিক হোসেন, ইবি: বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক আরবী ভাষা দিবস পালিত হয়েছে। ‘আরবী ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই); সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবন শক্তিশালীকরণ’ এই প্রতিপাদ্যে এটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগ।

দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন থেকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে দিবসটি নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে রবীন্দ্র নজরুল কলা ভবনের ‘গগণ হরকরা গ্যালারিতে’ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াকুব আলী ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী। এসময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী, প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আব্দুল মালেক ও অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনওয়ার আলী সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের ছাত্র উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব বলেন, এবারের আরবী ভাষা দিবসের মূল প্রতিপাদ্য ‘আরবী ভাষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই); সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উদ্ভাবন শক্তিশালীকরণ’। অন্যান্য ভাষা যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উপকৃত হচ্ছে, একইভাবে এর মাধ্যমে যেন আরবী ভাষাও উপকৃত হতে পারে। ভাষা শিক্ষাদান, গবেষণা ও প্রচারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যেন এআই-এর সহযোগিতা ব্যাপকভাবে গ্রহণ করা যায়। এছাড়াও এর মাধ্যমে যেন স্বয়ংক্রিয়ভাবে ভাষাবিষয়ক অনেক সমস্যার সমাধান, অনুবাদ, টেক্সট পাঠ ও বিশ্লেষণ করা যায়। সেই সাথে সাংস্কৃতিক ঐতিহ্য ঠিক রেখে এক্ষেত্রে ব্যাপক আবিস্কার এবং উদ্ভাবনকে উৎসাহিত করার প্রতিও বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে এবারের আয়োজনে।

উল্লেখ্য, ১৯৭৩ সালে জাতিসংঘের ভাষা এবং জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বকৃীত লাভ করে। ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৩১৯০ নং সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বশেষ ২০১২ সালের অক্টোবরে ইউনেস্কো নির্বাহী পরিষদের বৈঠকের ১৯০ তম অধিবেশনে ১৮ই ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস ঘোষণা করা হয়। এরপর থেকেই দিবসটি আন্তর্জাতিক আরবী ভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।