বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত
বাকৃবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদযাপিত হয়েছে ৫৪ তম বিজয় দিবস । সোমবার সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে অর্জিত বিজয় আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মত্যাগ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করি।’
এরপর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ কালে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে সকাল ১১টায় শিক্ষক কমপ্লেক্সে এবং হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।