রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা

১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৬:৪০

মহান বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

পুলিশ লাইনস স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এরপর পুলিশ বাহিনীর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জত আলী শ্রদ্ধা জানান।

আইজিপির পর পর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।