বাংলাদেশের ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান
বাংলাদেশের ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কলারশিপ প্রোগ্রামের আওতায় পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাকিস্তান ইতোমধ্যেই আফগানিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীদের জন্য অনুরূপ বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। এ তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যমডন
পাকিস্তানের শিক্ষা সচিব মহিউদ্দিন আহমেদ ওয়ানির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জিয়াউল কাইয়ুম, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনসোর্টিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এই বৃত্তি কর্মসূচির মূল লক্ষ্য হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা।
বৃত্তির আওতায় প্রকৌশল, মৌলিক ও প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসা ও স্বাস্থ্য, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক বিষয়সহ স্থাপত্য, চারুকলা, ব্যবসায় শিক্ষা, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কৃষি বিজ্ঞান, মিডিয়া ও গণযোগাযোগ অধ্যয়ন, এবং ভাষা শিক্ষার মতো বিষয়ের শিক্ষার্থীরা সুবিধা পাবেন।
পাকিস্তানের শিক্ষা সচিব এই প্রস্তাবের প্রশংসা করে স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে এই উদ্যোগের ব্যাপক প্রচারের আহ্বান জানান। তিনি অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষামূলক প্রদর্শনী, সেমিনার এবং রোড শো আয়োজনের পাশাপাশি এই বৃত্তির জন্য একটি অনলাইন পোর্টাল চালুর সুপারিশ করেন।
বৈঠকে এইচইসি-র নির্বাহী পরিচালক শিক্ষামূলক কূটনীতির গুরুত্ব তুলে ধরে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোকে বৃত্তির স্লট বরাদ্দ, ফি মওকুফের অনুমোদন এবং সম্ভাব্য স্পনসরশিপ বিকল্পগুলো খুঁজে বের করতে আহ্বান জানান।
কনসোর্টিয়ামের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, কমস্যাটস ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস, লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস, ন্যাশনাল কলেজ অফ আর্টস, পাকিস্তান ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড ডিজাইন, এবং আগা খান ইউনিভার্সিটি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।