গুলশানের বটতলা বস্তিতে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলশান-১ এর নিকেতন বটতলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন।
তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজধানীর গুলশান-১ এর নিকেতন বটতলা বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ১০টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, কোন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের এই ডিউটি অফিসার।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।