খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান রাষ্ট্রদূত।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৮টা দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাস ভবনে সাক্ষাৎ করতে আসেন ঢাকার সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।
তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চেয়ারপারসন সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য এনামুল হক চৌধুরী।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।