মসজিদের অনুমোদনে ঘুষ দেয়া হলে সেখানে নামাজ নাজায়েজ হবে: গণপূর্তমন্ত্রী

৩০ জানুয়ারি ২০২৪, ১০:৩০:৪৯

দুর্নীতি রোধ ও সরকারি ভবন নির্মাণে অপচয় কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম রবিউল মুক্তাদির। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দিয়েছেন।

মন্ত্রী বলেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কিছুদিন দেখেন কী ব্যবস্থা নেয়া হয়। যেসব প্রকল্প বা প্রতিষ্ঠান নিয়ে অভিযোগ আছে তাও খতিয়ে দেখা হবে। বালিশ কাণ্ডের মতো ঘটনা যেন আর না ঘটে।

মন্ত্রনালয়ের সচিব ও গৃহায়ণের চেয়ারম্যানের প্লট নিয়েছে এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, আইনের বাইরে যদি কিছু হয় এক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে রাজউকে মসজিদের নকশা অনুমোদনের ক্ষেত্রে ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়েও কথা বলেন তিনি। বলেন, রাজউকে ঘুষ দিয়ে যে মসজিদের অনুমোদন নিতে হয়েছে, সেখানে নামাজ পড়া নাজায়েজ হবে। সেই মসজিদ ভেঙ্গে ফেলা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এসময় মানহীন ও অপ্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।