বজ্রপাতে মা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের

১১ আগস্ট ২০২৪, ৪:৫৪:৪৮

বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ে এ ঘটনা ঘটে। এর মধ্যে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে ধানখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথি আক্তার (১৪) দুইজনে মিলে ধানখেতে নিড়ানি দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়াও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী পশ্চিম কলেজপাড়ার মো. ন‌ওসাদের ছেলে আলিম (৩০) দুপুর ১টার দিকে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শেখ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ভিডিও দেখতে ক্লিক করুন: কে ক্ষমতায় আসবে তা জনগণ সিদ্ধান্ত নিবে: ড.ফয়জুল হক

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।