ঢাবির শিক্ষার্থী হয়রানি হলে দুই প্রক্টরকে জানানোর আহ্বান
দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হয়রানির শিকার হলে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদাভাবে দুজন সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুজন সহকারী প্রক্টর হলেন-ছাত্রদের জন্য: সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক, মোবাইল নম্বর-১৭৬৮-৮৮৪-৪২৮ এবং ছাত্রীদের জন্য: সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদ, মোবাইল নম্বর- ০১৭১১-৫৭৬-৩৮৯।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদেরকে সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক এবং ছাত্রীদেরকে সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেয়া করা হলো
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
