প্রথমবার প্রেক্ষাগৃহে আসছেন মেহজাবীন

১৯ এপ্রিল ২০২৪, ১০:২০:১১

ছোটপর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। ওটিটি প্লাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি। মেহজাবীনের জন্মদিন ছিল আজ (১৯ এপ্রিল)। নিজের জন্মদিনে প্রথম সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী।

নিজের প্রথম সিনেমা নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, জন্মদিনে সিনেমার ঘোষণাটা আমার জন্য খুব স্পেশাল। এই সিনেমায় দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবে। এমন একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।

সিনেমাটি নিয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ফিল্ম মেকিংটা আমার কাছে সব সময় কষ্টের কাজ মনে হয়। তবে প্রিয় মালতী কাজটা আমার জন্য একদম সহজ করে দিয়েছে দুই প্রযোজক। আমি শুধু নির্মাণ ও গল্প নিয়েই ভেবেছি। সেই সাথে যাদেরকে কাস্ট হিসেবে চিন্তা করেছি তাদেরকে সাথে পেয়েছি। মেহজাবীনের মতো অভিনেত্রীতে ডিরেক্ট করতে পারাটাও আনন্দের। এই সিনেমার ক্যামেরার সামনে-পেছনে যারাই কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

মেহজাবীন এর সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু সহ আরও অনেকে। গত বছরের সেপ্টম্বর-অক্টোবরের দিকে হয়েছে এই সিনেমার শ্যুট। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে দৃশ্য।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।