প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

নির্বাচনের ফল ঘোষণায় ১২ ঘণ্টার বেশি দেরি মানবো না: মির্জা আব্বাস

৩১ জানুয়ারি ২০২৬, ৪:২৩:২১

এবার নির্বাচনের ফলাফল ঘোষণায় কোনো ধরনের কালক্ষেপণ বা অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার দুপুরে পল্টনে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন কমিশন ফল দিতে তিন দিন সময় লাগবে বলে জানাচ্ছে; এই দীর্ঘ সময়ে কাকে জেতাতে তারা এমন পরিকল্পনা করছে, তা সরকারকে খতিয়ে দেখতে হবে।

মির্জা আব্বাস বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই। সরকার এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দেবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে ফলাফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি দেরি করা হয়, তবে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। কোনো ধরনের অসততার কারণে জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নষ্ট হতে দেয়া হবে না।

পোলিং এজেন্টদের শক্ত অবস্থানে থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কোনো অবস্থাতেই পোলিং এজেন্টরা কেন্দ্র ত্যাগ করবেন না। বাংলাদেশ হবে তারুণ্যের, জামায়াতের ৬২ ভাগ প্রার্থীই যুবক: ডা. শফিকুর রহমানবাংলাদেশ হবে তারুণ্যের, জামায়াতের ৬২ ভাগ প্রার্থীই যুবক: ডা. শফিকুর রহমান

এদিকে বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি উল্লেখ করে তিনি কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, কারোর অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না এবং তেমন কোনো পরিস্থিতি তৈরি হলে তার আগেই কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য