আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত
লিওনেল মেসির জন্মস্থান রোজারিওতেই জন্মেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল দি মারিয়। সেই শহরেই এবার দুর্বৃত্তদের হুমকি পেলেন দি মারিয়া। অজ্ঞাত দুর্বৃত্তরা রোজারিওতে দি মারিয়ার পরিবার ফিরলে তাদের হত্যার হুমকি দিয়েছেন।
গত সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ফুটবলকে বিদায় জানাতে চান তিনি। ওই ঘোষণার পরই হুমকি পেলেন দি মারিয়া। রোজারিও শহরটির কুখ্যাতি আছে মাদক-সংক্রান্ত সহিংসতার জন্য।
সেই শহরের একটি নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকায় বাড়ি দি মারিয়ার। দেশে ফিরলে দি মারিয়া সেখানেই থাকেন। সেই এলাকাতেই সোমবার ভোরে হুমকি সংবলিত কাগজ ছুড়ে ফেলে যায় অচেনা কিছু মানুষ। দি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নরও দি মারিয়াদের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না।
ঠিক কী হুমকি দিয়েছে দুর্বৃত্তরা, সেই বার্তা পুলিশের বরাত দিয়ে আর্জেন্টিনার গণমাধ্যম লিখেছে, ‘তোমাদের ছেলে দি মারিয়াকে বলে দিও রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’
উল্লেখ্য, বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে যুক্তরাষ্ট্র সফরে আছেন দি মারিয়া। চিরকুটে হুমকির ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য